সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে বড় ১০টি ড্রেনের পাশে দৃষ্টিনন্দন রেলিংসহ ১০টি সড়ক নির্মাণ করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন চালনা সুইস গেট হতে গুলজারবাগ গুড়িপাড়া মসজিদ পর্যন্ত ড্রেনের পাশে রাস্তা নির্মাণ কাজ এগিয়ে চলেছে। আজ সোমবার দুপুরে রাস্তাটির কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কাজের যথাযথ
মান বজায় রেখে দ্রæত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণার্থে নর্দমা নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় চালনা সুইস গেট হতে গুলজারবাগ গুড়িপাড়া মসজিদ পর্যন্ত ড্রেনের পাশে দৃষ্টিনন্দন রেলিংসহ নির্মাণাধীন রাস্তার দৈর্ঘ্য ৫শ ২৫ মিটার এবং চওড়া ৫ দশমিক ৫০ মিটার। এ রাস্তা নির্মাণ কাজে ব্যয় হচ্ছে ১ কোটি ৭৭ লাখ ১৩ হাজার ২০২ টাকা।
রাস্তা পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী সৈয়দ সাঈদ আহমেদ সানি, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আজিজুল ট্রেডার্সের সত্ত¡াধিকারী নুরুল হুদা উপস্থিত ছিলেন।
এস/আরর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।