1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ডিজিটালাইজড শিক্ষা ব্যবস্থা এখন বাস্তব - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

ডিজিটালাইজড শিক্ষা ব্যবস্থা এখন বাস্তব

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মারচ, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক:

স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তার নামে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার কম্পিউটার ল্যাব ও ৬৪ জেলায় একটি করে ল্যাংগুয়েজ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রায় যার ভূমিকা অপরিসীম।

দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষই তরুণ। এই তরুণ জন গোষ্ঠীকে তাই তথ্য প্রযুক্তিতে সঠিক জ্ঞান দিতে পারলে তারা খুব সহজেই সাবলম্বী হতে পারবে। সরকার ৬৪ জেলার কম্পিউটার ল্যাব বাস্তবায়নের ফলে দেশের তরুণ জনগোষ্ঠী নানা ভাবে উপকৃত হচ্ছে। এর ফলে এসএসসি ও এইচএসসি পর্যায়ে আইসিটি শিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে। স্থাপিত ২০০০টি সুসজ্জিত ও উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধাসম্পন্ন অত্যাধুনিক কম্পিউটার ও ভাষা শিক্ষা ল্যাবগুলো আইসিটি অবকাঠামো হিসেবে বিবেচিত হবে। এছাড়াও তৃণমূল পর্যায় থেকে ছাত্রছাত্রীদের কম্পিউটার গ্রাফিক্স ও এনিমেশন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি ৯ টি বিভিন্ন প্রয়োজনীয় ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি হচ্ছে।

ছাত্র ছাত্রীরা বিদেশি ভাষা শিক্ষার ফলে দেশে ও বিদেশে নানা রকম চাকরির সুযোগ পাবে। এছাড়াও প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট  সহ নানা বিষয়ে ছাত্রছাত্রীরা দক্ষতা অর্জন করছে। এই ল্যাব বাস্তবায়নের ফলে দেশের বিপুল পরিমান বেকার যুব সমাজ আজ নিজের পায়ে  দাড়িয়েছে। আগামীর দিন গুলোতে তরুণরা নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি তারা দেশের অর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। দেশে বৈদেশিক মুদ্রার রিসার্ভ আরো সমৃদ্ধ করবে। পাশাপাশি তারা দেশের আরো তরুণ জনগোষ্ঠী কে তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করতে প্রতক্ষ ভাবে সাহায্য করতে পারবে। বর্তমান আওয়ামীলীগ সরকার  ২০২১ সালের মধ্যে তথ্য ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে তাই বদ্ধপরিকর।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST