খবর২৪ঘন্টা ডেস্ক: উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. সেলিম রেজা।
গতকাল বুধবার (২৬ আগস্ট) বিকেলে ডিএনসিসির গুলশানে নগরভবনে মেয়র মো. আতিকুল ইসলামের কাছে যোগদানপত্র পেশ করেন তিনি।
বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
মো. সেলিম রেজা দশম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। এর আগে তিনি ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ডিএনসিসির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই চলতি মাসের ৩১ তারিখে চাকরি থেকে অবসর নেবেন।
খবর২৪ঘন্টা/নই