1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ডিআইজি মিজানের স্ত্রী ও ভাইকে গ্রেপ্তারে পরোয়ানা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

ডিআইজি মিজানের স্ত্রী ও ভাইকে গ্রেপ্তারে পরোয়ানা

  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও তার ছোটভাই মাহবুবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ পাচারে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ পরোয়ানার আদেশ দিয়ে আগামী ৩ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

গত ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এ মামলায় এ দুই আসামিসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটের অপর দুই আসামি হলেন-ডিআইজি মিজানুর রহমান ও তার ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসান।

আসামি মিজানুর ও ভাগ্নে মাহমুদুল হাসান গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর স্ত্রী ও ছোটভাই পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। সে অনুযায়ী রবিবার আদালত পরোয়ানা জারির আদেশ দেয়।

এর আগে গত বছর ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তিন কোটি সাত লাখ পাঁচ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মামলার পর আত্মগোপনে থাকা ডিআইজি মিজান গত ১ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন করলে তা নাকচ হয় এবং তাকে হাইকোর্ট পুলিশে সোপর্দ করেন। গত ২ জুলাই আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার ভাগ্নে মাহমুদুল হাসান ৪ জুলাই একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team