খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আইপিএলের একাদশ আসরে একই দলে খেলেন বর্তমান বিশ্বের ভয়ংকর দুই ব্যাটসম্যান বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্স। আইপিএল শুরুর জাতীয় দলের হয়ে মুখোমুখি হয়েছিলেই এই দুই তারকা ক্রিকেটার। সেই সফরে ডি ভিলিয়ার্সের অজান্তেই তার থেকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা নিজেই জানালেন কোহলি।
পয়েন্টের দিক দিয়ে এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অবস্থান বেশ নড়বড়ে। কিন্তু চলমান আইপিএলের সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। তিনি বলেন, “সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে আমি তার থেকে বেশ কিছু বিষয় শিখেছি। যদিও এই কথাটা আমি এখনও তাকে জানাইনি। তবে যে বিষয়গুলো শিখেছি তা থেকে আমি আমার খেলায়ও পরিবর্তন এনেছি।”
বিরাট কোহলি আসলে টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ে পরিবর্তনই এনেছেন এবিকে দেখে। কোহলি বলেন, “টেস্ট ক্রিকেটে আমি দেখলাম, এবির ব্যাটিং একদম নিয়ম মেনে। যে বলে বিট হচ্ছে সে বলও ব্যাটের প্রান্তে লাগছে। আমি তখনই তার থেকে সেটা দেখি এবং নিজের খেলায় প্রয়োগ করি। তাতে কাজও হয়।”
খবর২৪ঘণ্টা.কম/নজ