খবর২৪ঘণ্টা ডেস্ক: শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের গাড়িতে হামলা চালানো হয়। শুক্রবার সকাল পৌন নয়টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর এ ঘটনা গেটে। ড. কামাল হোসেনের গাড়ি ছাড়াও আসম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জগলুল হায়দার আফরিকে গাড়িতে হামলা ও ভাংচোর চালনো হয়। এতে বেশ কয়েক জন আহত হয়েছেন।
এর মধ্যে আসম আবদুর রবের গাড়ি চালকে আহত আবস্থায় হাসপাতালে নেয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল আফরিক বলেন, আজকে যারা স্বাধীনতার পক্ষের কথা বলে তারাই শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে হামলা চালিয়ে প্রমান দিল তারা আসলে কি।
তিনি বলেন, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর পরই হামালা চালিয়ে কামাল স্যার, রব, মান্না ও তার গাড়িতে হামলা চালানো হয়।
এবিষয়ে বিকাল ৩টায় ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের অফিসে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
খবর২৪ঘণ্টা, জেএন