খবর২৪ঘণ্টা ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শুক্রবার ঢাকায় প্রচারে নামছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার (১৩) বিকালে সমন্বয় কমিটির বৈঠকের পর শহীদ বুদ্ধিজীবী দিবস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত তিন দিনের এ কর্মসূচি ঘোষণা করেছে ঐক্যফ্রন্ট।
গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঐক্যফ্রন্ট নেতা শাহ মোহাম্মদ বাদল প্রমুখ।
জোটটি অভিযোগ করে আসছে, নির্বাচনে প্রচারে নেমে প্রায় প্রতিটি আসনেই বাধার মুখে পড়তে হচ্ছে তাদের।
ঘোষিত কর্মসূচিতে শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ছাড়াও রয়েছে বেলা ২টায় মোহাম্মদপুরের টাউন হল বাজারে পথসভা, বেলা ৩টায় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়সভা ও বিকাল ৪টায় শ্যামপুরে পথসভা।
সবকটি অনুষ্ঠানেই ড. কামাল হোসেন থাকবেন বলে জানানো হয়েছে।
এর পর আগামীকাল শনিবার কামাল হোসেনের নেতৃত্বে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে সড়কপথে পথসভা করবে ঐক্যফ্রন্ট।
পথসভা শুরু হবে টঙ্গী থেকে। সবশেষে বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা।
এ ছাড়া একই দিন বেলা ৩টায় বিএনপির নয়াপল্টন অফিস থেকে বিজয় শোভাযাত্রা করা হবে।
গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক সাংবাদিকদের বলেন, আজ বেলা সাড়ে ৩টায় ধোলাইখাল চার রাস্তার মোড়ে ঐক্যফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরীর নির্বাচনী প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন ড. কামাল হোসেন।
এর পর তিনি পর্যায়ক্রমে ঐক্যফ্রন্টের অন্যান্য প্রার্থীর পক্ষেও প্রচারে নামবেন।
সমন্বয় কমিটির বৈঠকে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, পুলিশ নানাভাবে হয়রানি করছে। এ পরিস্থিতি মোকাবেলায় জনগণকে নির্বাচনী মাঠে থাকতে হবে।
এ ছাড়া নির্বাচন কমিশনকে বিব্রত না হয়ে নিজেদের দায়িত্ব পালন করারও আহ্বান জানান তিনি।
খবর২৪ঘণ্টা, জেএন