খবর ২৪ ঘণ্টা ডেস্ক: গোপালগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-বর্ণি সড়কের ভেন্নাবাড়ি রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-গোপালগঞ্জ জেলার মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯) ও ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে আসা একটি ট্রেন রাত ১১টার দিকে গোপালগঞ্জ পৌঁছায়। এরপর ট্রেনটি গোপালগঞ্জ-বর্ণি সড়কের ভেন্নাবাড়ি রেলক্রসিং পার হতে যাওয়া মোটরসাইকেলের তিন আরোহী যুবককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই তিন যুবকের মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিতহ দুইজন ব্যক্তির পরিচয় মিললেও এখন পর্যন্ত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
খবর২৪ঘণ্টা, জেএন