1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ট্রেনে কাটা পড়াসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫ - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪ পূর্বাহ্ন

ট্রেনে কাটা পড়াসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১২ মারচ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়াসহ পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকে সকালের মধ্যে নাগরপুরের পাকুটিয়া, কালিহাতীর সল্লা ও বঙ্গবন্ধু সেতুর ওপর এসব ঘটনা ঘটে।

এসব দুর্ঘটনায় নিহতরা হলেন, নাগরপুর উপজেলার পাকুটিয়া এলাকার উজালা বেগম (৫০), মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার শেফালি বেগম (৪০), বঙ্গবন্ধু সেতুতে নিহত পিকআপ হেলপার গাইবান্ধার নাজমুল আলম (২৫) ও অজ্ঞাত আরেকজন। এছাড়া রোহান (১৬) নামে এক কিশোর ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, সাটুরিয়া-নাগরপুর সড়কের পাকুটিয়া এলাকায় নসিমনের চাপায় উজালা ও শেফালি বেগম নামে দুই পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক নারী।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুবুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে একটি পিকআপ পেছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে পিকআপের হেলপার নিহত হন। এছাড়া ১৯ নম্বর পিলারের কাছে বাস-ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত আরেকজনের মৃত্যু হয়েছে।

এছাড়াও ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের ছোট বটতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে রোহান নামে এক কিশোরের (১৬) মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমদাদুল হক জানান, উপজেলার সল্লা এলাকায় ভোরে অজ্ঞাত এক ট্রেনে কাটা পড়ে ওই কিশোর নিহত হয়েছে। নিহতের খাতায় লেখা তার নাম রোহান, বাড়ি নাটোর জেলায়। মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু পূর্বসেতু থানায় রাখা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা অথবা টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST