খবর২৪ঘণ্টা ডেস্ক: জম্মু-কাশ্মীরে প্রশিক্ষণের জন্য বিশেষ সেনা ট্রেনে রওনা দেয় ১০ জওয়ান৷ সেই ১০ সেনার খোঁজ নেই৷ বুধবার জম্মু-কাশ্মীরের জন্য রওনা হয় তাঁরা৷ বর্ধমান-ধানবাদের মাঝে ট্রেন পৌঁছনর পর, সেনাদের খোঁজ নেই৷ মুঘলসরাইয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে সেনাদের দায়িত্বে থাকা কমান্ডার৷
অভিযোগে লেখা, জম্মু-কাশ্মীরে যাওয়ার ওই বিশেষ ট্রেনে ছিলেন ৮৩ জওয়ান৷ এর মধ্যে ১০ সেনা নিখোঁজ৷ বর্ধমান ও ধানবাদের মাঝে কোনও স্টেশনে ১০ সেনা নেমে পড়েন৷ কমান্ডারের দাবি, তাঁকে না জানিয়েই নেমে পড়েন জওয়ানরা৷ ইতিমধ্যেই সেনাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ জিআরপি, মুঘলসরাই এসপি জীতেন্দ্র কুমার যাদবের তদারকিতে চলছে তল্লাশি৷ ৮৩ সেনার প্রত্যেকেই পশ্চিমবঙ্গের৷ মুঘলসরাইয়ে ট্রেন থামলে ১০ সেনার খোঁজ পাওয়া যায়নি৷
জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে যাচ্ছেন ৮৩ সেনা৷ আগে থেকেই ভারতীয় সেনার তরফে চিঠি দেওয়া হয়৷ সাম্বা সেক্টরে যেতে রাজি হয় ৮৩ সেনা৷ নিখোঁজ ১০ সেনা কেন ট্রেন থেকে নেমে পড়ল? বিষয়টি নিয়ে বাড়ছে ধন্দ৷ ১০ সানের বাড়ি পশ্চিমবঙ্গের কোথায় তা জানা যায়নি৷ পুলিশ ধানবাদ ও বর্ধমানে খোঁজ চালাচ্ছে৷ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও চলছে তল্লাশি৷ পুলিশ সূত্রে খবর, ট্রেনে অন্যান্য জওয়ানদের সঙ্গে বচসার জেরে নিখোঁজ কী না তাও খতিয়ে দেখা হচ্ছে৷
জঙ্গি বিরোধী অভিযান,রাজনৈতিক টালমাটালের মধ্যে আপাতত জ্বলছে উপত্যকা৷ সাম্বা সেক্টরে বিশেষ প্রশিক্ষণ দিতে ৮৩ সেনাকে আনা হচ্ছিল৷ প্রশিক্ষণের পর হয়ত জম্ম-কাশ্মীরেই তাদের থাকতে হবে৷ ১০ সেনা খোঁজ চললেও, উপত্যকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাকি সেনা৷
খবর২৪ঘণ্টা.কম/নজ