1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ট্রাম্পের উচিৎ সৌদি আরবকে একটা উচিৎ শিক্ষা দেওয়াঃ র‍্যান্ড পল - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

ট্রাম্পের উচিৎ সৌদি আরবকে একটা উচিৎ শিক্ষা দেওয়াঃ র‍্যান্ড পল

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
মার্কিন সেনেটের প্রভাবশালী সদস্য র‍্যান্ড পল।

খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ

‘সৌদি আরবের অনেক বিষয় অন্ধভাবে চলছে, তারা ইয়েমেনে হাজার হাজার মানুষ মেরে ফেলছে। ট্রাম্পের উচিৎ সৌদি আরবকে একটা উচিৎ শিক্ষা দেওয়া।’ সম্প্রতি এমন মন্তব্য করলেন মার্কিন সেনেটের প্রভাবশালী সদস্য র‍্যান্ড পল।

তিনি বলেন- বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীদের মূল অর্থ যোগানদাতা হল সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উচিৎ সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমেরিকার মান্টানা প্রদেশে গত শনিবার অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে জুনিয়র ট্রাম্প।

তিনি আরো বলেন- সারা বিশ্বে সন্ত্রাসবাদে অর্থ যোগান দিচ্ছে সৌদি আরব। তিনি সৌদি আরবকে সন্ত্রাসবাদের মদদদাতা আখ্যা দিয়ে বলেন, দেশটির বাজে আচরণের জন্য কোনোভাবেই উৎসাহ দেয়া উচিত নয়। মন্টানা অঙ্গরাজ্যে এক সমাবেশে দেয়া বক্তব্যে তিনি ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন বর্বর যুদ্ধের নিন্দা করেন। ওই সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র উপস্থিত ছিলেন।

মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য র‍্যান্ড পল বলেন, আমাদের এভাবেই চিন্তা করতে হবে যে, সৌদি আরবের বিষয়ে সবকিছু অন্ধভাবে চলছে, তারা ইয়েমেনে এমন এক যুদ্ধে জড়িত যার ফলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।

ইয়েমেন যুদ্ধ পরিচালনার জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে উৎসাহ দিচ্ছে। র‍্যান্ড পল আরো বলেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিলে তারা বুঝতে পারবে; যদি যন্ত্রাংশ দেয়া না হয় তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে তাদের বিমান বাহিনী অকেজো হয়ে পড়বে।

র‍্যান্ড পল বলেন, নাইন ইলেভেনের হামলায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক। তিনি প্রশ্ন করে বলেন, সারা বিশ্বে কেন এত সন্ত্রাসবাদ? এর কারণ হচ্ছে- সৌদি আরব অর্থ দিচ্ছে।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST