খবর ২৪ ঘণ্টা ডেস্ক:বছরের প্রথম দিনে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
রবিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের উপজেলার যদুরপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকার সাত্তার এবং সেলিম।
কালিহাতীর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, সাত্তার ও সেলিম এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। পথে যদুরপাড়া মোড়ে পৌঁছালে ইট ভাটার একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
খবর২৪ঘণ্টা, জেএন