খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বরিশালের হিজলা উপজেলায় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে শামীম মল্লিক (৩৪) নামে এক পেয়ারা ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরহাট লঞ্চঘাট সংলগ্ন নয়াভাঙ্গুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত শামীমের সন্ধান পাওয়া যায়নি। শামীম মল্লিক ঝালকাঠির কাচাবালিয়া এলাকার ইউসুফ মল্লিকের ছেলে।
একই নৌকার যাত্রী শামীম মল্লিকের আত্মীয় লিটন মল্লিক বলেন, পেয়ারা বিক্রির জন্য ট্রলারে করে হরিণাথপুরে যাওয়ার পথে নয়াভাঙ্গুলী নদীতে বজ্রপাতের ঘটনা ঘটে। ট্রলারে আমরা চারজন ছিলাম। হঠাৎ বজ্রপাতে শামীম মল্লিক নদীতে পড়ে নিখোঁজ হন। তবে আমরা তিনজন সুস্থ আছি।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বেল্লাল হোসেন বলেন, ঝালকাঠির কাচাবালিয়া থেকে চার ব্যবসায়ী ট্রলারে পেয়ারা নিয়ে হিজলা উপজেলার হরিণাথপুরে যাচ্ছিলেন। নয়াভাঙ্গুলী নদীর ঘোষেরহাট লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে বৃষ্টির মধ্যে একাধিক বজ্রপাত হয়। ট্রলারে বজ্রপাত হলে শামীম মল্লিক নদীতে পড়ে নিখোঁজ হন। ট্রলারে থাকা অন্যরা সুস্থ আছেন। শামীমকে উদ্ধারে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে।
খবর২৪ঘন্টা/নই