নিজস্ব প্রতিবেদক : পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজশাহীসহ সারাদেশে কম দামে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। টিসিবি কর্তৃক বিক্রিত পেঁয়াজ কিনে আবার চড়া দামে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। টিসিবি থেকে প্রতি জন ৪৫ টাকায় প্রতি কেজি কেনা পেঁয়াজ বিক্রি করছে ১৬০ টাকা কেজি দরে। রাজশাহী মহানগরীর লক্ষীপুর কাঁচা বাজার মঙ্গলবার সরজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নভেম্বর মাসে পেঁয়াজের দাম রাজশাহীসহ সারাদেশে সর্বকালের রেকর্ড ভেঙ্গে ২৬০ টাকা কেজিতে উঠে। পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েন ক্রেতারা। কোন কোন জেলায় প্রশাসনের পক্ষ থেকে দাম নির্ধারণ করে দেয়ার পরও ব্যবসায়ীরা নিয়মের তোয়াক্কা না করেই চড়া দামে
পেঁয়াজ বিক্রি করে। পেঁয়াজের দাম বাড়তে থাকায় বাজার নিয়ন্ত্রণে সারা দেশেশে টিসিবি ৪৫ টাকা কেজি দরে জন প্রতি এক কেজি পেঁয়াজ বিক্রি শুরু করে। সেই পেঁয়াজ দিনে একজন ক্রেতা এক কেজির বেশি নিতে পারবেনা। বেশি লাভের আশায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ছোট শিশু ও কিশোরের মাধ্যমে প্রতি আরো ৫ থেকে ১০ টাকা বাড়তি দিয়ে টিসিবির ট্রাক পেঁয়াজ সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি শুরু করেছে। অথচ এই পেঁয়াজ টিসিবি ৪৫ টাকা কেজি বিক্রি করছে। সেই পেঁয়াজ কিনে এসব অসাধু ব্যবসায়ীরা বাজারে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে নগরীর লক্ষীপুর বাজারে গিয়ে দেখা যায়, একজন ব্যবসায়ী টিসিবি থেকে কেনা পেঁয়াজ ১৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন। ওই ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা
কেজিতে কিনেছি। কিভাবে কিনেছেন জানতে চাইলে তিনি বলেন, টিসিবির ট্রাক থেকে লাইনে ৪৫ টাকা কেজি কেনা পেঁয়াজ আরো ৫ থেকে ১০ টাকা বেশি দিয়ে কিনে বাজারে বিক্রি করছি। শুধু লক্ষীপুর বাজারই নয় আরো দুই এক স্থানে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, টিসিবি ৪৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করা শুরুর পর থেকে কিছু অসাধু ব্যবসায়ী শিশু ও কিশোরদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে পেঁয়াজ সংগ্রহ করছেন। বেশিরভাগ শিশুই নিজের পরিবারের জন্য
পেঁয়াজ কিনছেন না। এরা কারো পক্ষ থেকে টাকার বিনিময়ে পেঁয়াজ কিনছেন বলে তথ্য পাওয়া গেছে। সাধারণ ক্রেতারা এসব অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর রাজশাহীর আঞ্চলিক প্রধান দিলীপ বলেন, টিসিবির পেঁয়াজ খোলা বাজারে বিক্রির কোন সুযোগ নেই। কোন ব্যবসায়ীর কাছে পাওয়া গেলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।