নিজস্ব প্রতিবেদক :
টিকিট কালোবাজারির দায়ে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আটক ৬ জনের মধ্যে দুই নারীসহ ৪ জনকে জরিমানা ও দু’জনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করা হয়। নারীসহ ৪ জনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। ১৮৯০ সালের রেলওয়ে আইনে তাদের জরিমানা করা হয়।
জরিমানা প্রাপ্তরা হলো, রেলওয়ের দিনমজুর নগরীর শিরোইল কলোনী ৮নং গলি এলাকার বাপ্পি (২১), শিরোইল কলোনী এলাকার খলিলুরের ছেলে দুলাল (৩৮), শিরোইল কাঁচাবাজার এলাকার আব্দুল মজিদের মেয়ে রেখা (৩৫) ও শিরোইল এলাকার মিজানের মেয়ে মাহবুবা (৪৫)। মুচলেকা দিয়ে ছাড়প্রাপ্তরা হলো, সানোয়ার ও দুলাল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে আনিসুর রহমান বলেন, ১৮৯০ সালের রেলওয়ে আইনে দুই নারীসহ ৪ জনের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। দু’জনকে মুচলেকা দিয়ে ছাড় দেওয়া হয়। টিকিট কালো বাজারির অভিযোগে তাদের আটক করা হয়।
তারা কার সহযোগিতায় কালো বাজারি করে তা তারা জানায়নি।
উল্লেখ্য, টিকিট কালো বাজারির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুপুরের আগে ৬ জনকে আটক করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে