খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বছরের শুরুতেই মুনরো ঝড়ে উড়ে গেল ওয়েস্টইন্ডিজ। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে কলিন মুনরোর ২৩ বলে ৬৬ করা ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। গতকাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও বিস্ফোরক নিউজিল্যান্ডের এই ওপেনার। ৫৩ বলে ১০৪ রান করে ২০১৮ সালের প্রথম টি-২০ সেঞ্চুরি করলেন কলিন মুনরো। টি-টোয়েন্টিতে কলিন মুনরো একমাত্র ব্যাটসম্যান যার তিনটি সেঞ্চুরি ।
মুনরোর সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড গড়ে ৫ উইকেটে ২৪৩ রানের পাহাড়। জবাবে রানের পাহাড়ে চাপা পড়ে ওয়েস্ট ইন্ডিজ ১৬.৩ ওভারে গুটিয়ে গেছে ১২৪ রানে।
১১৯ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড। বৃষ্টিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে না গেলে ব্যবধানটা ৩-০-ও হতে পারত।
সিরিজ জিতে টি-২০ র্যাংকিয়ংয়ে শীর্ষে উঠে এলো কিউইরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ