খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: টানা ৪ ম্যাচেই হার। পাকিস্তান সুপার লীগে মুস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্স হারের বৃত্ত থেকে বের হতে পারছে না।। শনিবার রাতে ইসলামাবাদ ইউনাইটেডকে ১২১ রানে আটকে রেখে প্রথমবারের মতো জয়ের সম্ভাবনা তৈরি করেছিল লাহোর। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয় তুলতে পারেনি মুস্তাফিজরা।
শারজাহে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২১ রানে আটকে যায় মিসবাহ উল হক বাহিনী। তবে দিনটা ভালো যায়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। এক উইকেট পেলেও এদিন ৪ ওভারে ৩৯ রান দেন তিনি।
১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১২১ রানে থামে লাহোরের ইনিংস। ফলাফল ম্যাচ ড্র । তবে সুপার ওভারের মাধ্যমে নিষ্পত্তি করা হয় খেলা। সেখানে জয় পায় ইসলামাবাদ। এদিন মুস্তাফিজের নায়ক হয়ে ওঠার সুযোগ থাকলেও খয়নায়ক হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। সুপার ওভারে মুস্তাফিজ দিয়েছেন ১৯ রান ।
খবর২৪ঘণ্টা.কম/রখ