খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: কঠিন চ্যালেঞ্জ নিয়ে শ্রীলঙ্কার পথে আজ দুপুরে রওয়ানা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ দুপুর ১টায় কলম্বোর উদ্দেশ্যে রাজধানী ঢাকা ছাড়ছে টিম বাংলাদেশ।
বর্তমানে টাইগারদের সময়টা খুব খারাপ যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই শুরু হয়েছিল খারাপ সময়ের। শ্রীলঙ্কার কাছে তাই ওয়ানডে, টেস্ট এবং টি–টোয়েন্টি সিরিজে চরম ভরাডুবি ঘটলো টাইগারদের। এবার অগ্নি পরীক্ষা দ্বীপ দেশ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। সেখানে শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নিদাহাস ট্রফিতে অংশ নেবেন মাহমুদুল্লার দল।
আগামী ৬ মার্চ থেকে কলম্বোয় শুরু হচ্ছে এই আসর। ৮ মার্চ ভারতের সাথে ম্যাচ দিয়ে নিদাহাস ট্রফিতে যাত্রা শুরু হবে টাইগারদের। ঘরের মাঠে লঙ্কানদের সাথে কুলিয়ে উঠতে না পারা টাইগারদের এবার আরও বড় পরীক্ষা কলম্বোয়। দেশের মাটিতে শ্রীলঙ্কা বরাবর শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ। তারচেয়ে বড় কথা, তৃতীয় দল হিসেবে থাকবে ভারত। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, অন্যতম চালিকা শক্তি মহেন্দ্র সিং ধোনিরা নেই ভারতীয় দলে। তারা বিশ্রামে। তারপরও রোহিত শর্মার ভারত মহাপরাক্রমশালী।
খবর২৪ঘণ্টা.কম/রখ