খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। দুই দলের প্রথম দেখায় ক্রিস গেইলের সেঞ্চুরিতে ১৫ রানের জয় পেয়েছিল পাঞ্জাব।
টানা ৪ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে দুর্দান্ত শুরুর পর মাঝের দুই ম্যাচ হেরে ব্যাকফুটে চলে যায় হায়দরাবাদ। তবে সবশেষ ম্যাচ জিতে আবার নিজেদের ফিরে পাওয়ার মিশনে আছেন সাকিব আল হাসানরা। জয়ের ধারায় ফেরার ম্যাচে আগে ব্যাট করবেন তারা।
অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠ নামছে হায়দরাবাদ। সাকিব আল হাসান ছাড়া তাদের বাকি তিন বিদেশি খেলোয়াড় হলেন কেন উইলিয়ামসন, রশিদ খান এবং মোহাম্মদ নবী। পাঞ্জাবের দলে পরিবর্তন এসেছে দুইটি। দলে ফিরেছেন ক্রিস গেইল, বাদ পড়েছেন ডেভিড মিলার। এছাড়া যুবরাজ সিংয়ের বদলে তারা দলে নিয়েছে মনোজ তিওয়ারিকে।
হায়দরাবাদ একাদশঃ শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, ঋদ্ধিমান সাহা, মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, দ্বীপক হুদা, মোহাম্মদ নাবী, রশিদ খান, বাসিল থাম্পি, স্বন্দ্বীপ শর্মা এবং সিদ্ধার্থ কাউল।
পাঞ্জাব একাদশঃ ক্রিস গেইল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, অ্যারন ফিঞ্চ, করুন নায়ার, মনোজ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন, অ্যান্ড্রু টাই, বারিন্দার স্রান, অংকিত রাজপুত এবং মুজিবুর রহমান।
খবর২৪ঘণ্টা.কম/নজ