খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তবে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি বাঁচা মরার। জিতলে খেলবে ফাইনাল আর হারলে তাকিয়ে থাকতে হবে পয়েন্ট টেবিলের দিকে। এমন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়। সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও বিটিভি।
দুই দলের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারায় বাংলাদেশ। তাই টাইগারদের সামনে আজ বড় সুযোগ শ্রীলঙ্কাকে টানা দ্বিতীয় ম্যাচ হারানোর। এদিকে এ ম্যাচে সানজামুলের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আবুল হাসান রাজু।
বাংলাদেশের ঠিক বিপরীত অবস্থানে শ্রীলঙ্কা। স্বাগতিকদের বিপক্ষে জিতলে ফাইনালে খেলবে তারা। অবশ্য কম ব্যবধানে হারলেও স্বাগতিকদের সঙ্গে ফাইনালে খেলার সুযোগ থাকবে দলটির। লঙ্কানদের দলে দুটি পরিবর্তন এসেছে। কুশল পেরেরার পরিবর্তে দানুষ্কা গুনাথিকালা ও প্রদীপের জায়গায় চামেরা জায়গা পেয়েছেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, আবুল হাসান রাজু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
শ্রীলঙ্কা একাদশ : উপল থারাঙ্গা, দানুষ্কা গুনাথিকালা, দীনেশ চান্ডিমাল, ডিকভেলা, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, চামেরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ