নিউজ ডেস্ক: যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল- এ পরিসংখ্যানটি হয়তো বেশ ভালোভাবেই মাথায় রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
তাই তো ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলি। ভারতীয়দের দেয়া লক্ষ্য তাড়া করে শিরোপা জিততে পরে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে এসেছেন অভিষেক দাস। অপরিবর্তিত রয়েছে ভারতের একাদশ।
মূলত সকালের দিকে উইকেটে থাকা ময়েশ্চারের সুবিধা নেয়ার জন্যই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়ে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। অন্যদিকে টসের সিদ্ধান্ত নিয়ে খুব একটা ভাবছেন না- বলেই জানালেন ভারতের অধিনায়ক প্রিয়াম গার্গ।
এ দুই দল গতবছরই মুখোমুখি হয়েছিল যুব এশিয়া কাপের ফাইনালে। সে ম্যাচেও পরে ব্যাট করেছিল বাংলাদেশ। কিন্তু সহজ সুযোগ পেয়েও শিরোপা জিততে পারেনি আকবর আলির দল।
সেদিন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১০৬ রানে অলআউট করেছিলেন আকবর আলি, তৌহিদ হৃদয়রা। পরে ১০৭ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেরা অলআউট হয়ে যায় মাত্র ১০১ রানে, পুড়তে ৫ রানের পরাজয়ের যন্ত্রণায়।
সে ম্যাচের যন্ত্রণা ভোলার লক্ষ্যেই আজ বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছে বাংলাদেশ। দলের সকল খেলোয়াড়ই জানিয়েছেন, ম্যাচটিতে বাড়তি চাপ নিতে চান না কেউই। স্বাভাবিক ম্যাচ হিসেবে খেলেই ভালো কিছুর অপেক্ষায় রয়েছেন তারা।