খবর২৪ঘণ্টা ডেস্ক: গাজীপুরের টঙ্গী এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে র্যাবের সঙ্গে গুলি বিনিময়কালে এ ঘটনা ঘটে।
র্যাব-১ এর অধিনায়ক (সিও) সারওয়ার বিন কাশেম জানান, র্যাবের টহল টিম ঘটনাস্থলে গেলে কয়েকজন অস্ত্রধারী র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরাক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
/জেএন