1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জয়ে শিরোপার আরও কাছে লিভারপুল - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

জয়ে শিরোপার আরও কাছে লিভারপুল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্ুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। আর এ জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল দলটি। নিজেদের পরের ১১ ম্যাচের মাত্র চারটিতে জিতলেই প্রায় ৩০ বছর পর ট্রফির স্বাদ নেবে অল রেডরা। সর্বশেষ ১৯৯০ সালে মর্যাদাকর এই শিরোপা ঘরে তুলেছিল লিভারপুল।

সোমবার ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরুটা দুর্দান্ত করে লিভারপুল। খেলার নবম মিনিটে জর্জিনিয়ো ভাইনালডামের গোলে লিড পায় তারা। ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের ক্রস থেকে হেডে বল জালে জড়ান ডাচ তারকা। তবে তিন মিনিট পরেই কর্নার থেকে হেডে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান ইসা দিয়ুপ।

বিরতির পর শ্রোতের বিপরীতে ৫৪তম মিনিটে পাবলো ফোনালাসের শটে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। কিন্তু ৬৮তম মিনিটে মোহামেদ সালাহর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। অ্যান্ডি রবার্টসনের ক্রসে গোল করতে কোনো ভুল করেননি মিশরীয় ফরোয়ার্ড।

আর ম্যাচের শেষ দিকে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৮১তম মিনিটে তার পা থেকে গোলটি আসে। এই জয়সূচক গোলেই হাসিমুখে মাঠ ছাড়ে লিভারপুল।

লিগে ২৭ ম্যাচে ২৬ জয় ও এক ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে সবার ওপরেই রয়েছে লিভারপুল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ম্যানচেস্টার সিটি।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST