জয়হাট প্রতিনিধিপুর: ডিবিসি নিউজের বরিশালের ক্যামেরা পারসন সুমন হাসানের উপর গোয়েন্দা পুলিশ কর্তৃক নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের জিরো পয়েন্ট এলাকায় সাংবাদিক সমাজের ব্যনারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ডিবিসি নিউজের প্রতিনিধি আল মামুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দৈনিক মায়ের আচল পত্রিকার সম্পাদক এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, নিউজ টুয়েন্টিফোরের জয়পুরহাট প্রতিনিধি আলোমগীর হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক তিতাস মোস্তফা, বিটিভির প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, বাংলাভিশন এর প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, জিটিভির প্রতিনিধি খ.ম. আব্দুর রহমান রনি, দৈনিক বাংলাদেশ টুডের প্রতিনধি মাশরেকুল আলম, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।
এ সময় জেলার ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ