জয়পুরহাট প্রতিনিধিঃ নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আমাদের এই শ্যামল বাংলার সহজ সরল মনের মানুষ অতি প্রাচীন কাল থেকেই অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে আসছে। উর্বর পলি মাটির সোঁদা গন্ধ গায়ে মেখে এখানকার মানুষ আজ অবধি শঙ্খ ও আযানের ধ্বনি একই সাথে শোনে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট মানবাধিকার নাট্য পরিষদের উদ্যেগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী নাট্য উৎসব। মোমবাতি জালিয়ে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা বিভাগীয় প্রধান একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক কামাল লোহানী।
উৎসব উপলক্ষ্যে সত্য সাম্য শান্তির জয় হোক এ শ্লোগান নিয়ে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে এক আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জয়পুরহাট মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রাজা চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এ্যাড. সামছুল আলম দুদু এমপি, জেলা প্রশাসক মোকাম্মেল হক, একুশে পদক প্রাপ্ত বরেন্য সংগীত শিল্পী খুরশিদ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারি অধ্যাপক ড. আমির জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের প্রভাষক সোলনারা তানিয়া সহ অন্যরা।
অনুষ্ঠানে মানবাধিকার নাট্য পরিষদের উদ্যোগে একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক কামাল লোহানী বরেন্য সংগীত শিল্পী খুরশিদ আলমকে সন্মাননা দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা হতে শুক্রবার রাত পর্যন্ত উৎসবে জয়পুরহাট ও নওগাঁ জেলার ৫টি নাট্য দলের ৬টি নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ