খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: একাদশ আইপিএল শুরুর মাসখানেক আগেই ব্যাকফুটে বোর্ড৷কমিয়ে দেওয়া হল উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট৷ফলে জৌলুস হারাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘মিলিয়ন ডলার বেবি’ টুর্নামেন্টে গ্র্যান্ড ওপেনিং৷এছাড়াও বদলে গেল উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ ও ভেন্যু৷
পূর্ব সূচি অনুসারে ২০১৮ আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় (সিসিআই) ৬ এপ্রিল৷কিন্তু বোর্ড সুত্রের খবর, ৬ তারিখের পরিবর্তে একাদশ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৭ এপ্রিল৷ অর্থাৎ প্রথম ম্যাচের ঠিক আগে৷উদ্বোধনী অনুষ্ঠানের পর ওয়াংখেড়ের বাইশ গজে একাদশ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং দু’ বছর পর নির্বাসন কাটিয়ে টুর্নামেন্টে ফেরা চেন্নাই সুপার কিংস৷
ভেন্যু ও তারিখ বদলের পাশাপাশি এবার কমছে উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট৷এক ধাক্কায় কমিটি দেওয়া হল ২০ কোটি টাকা৷এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)৷আইপিএল গভর্নিং কাউন্সিল আগে একাদশ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৫০ কোটি টাকা বাজেট অনুমোদন দিয়েছিল৷কিন্তু সিওএ এই বাজেট কমিয়ে ৩০ কোটি টাকা করার নির্দেশ দিয়েছে৷
কলকাতা নাইটরাইডার্স ২০১৮ আইপিএলে অভিযান শুরু করবে টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ৮ এপ্রিল৷ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে নাইটদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷
খবর২৪ঘণ্টা.কম/রখ