খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান শুরু হতে পারে ১৭ মে। বিষয়টি সামনে রেখে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার ফাউন্ডেশনের মুফাসসির ড. মাও. আবু সালেহ পাটোয়ারী এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. মিজানুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সময়সূচিতে দেখা যায়, ঢাকায় এবার প্রথম রোজার সেহরি শেষের সময় ৩টা ৪৬ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৮ মিনিট। অন্যদিকে ঢাকায় শেষ রোজার সেহরির শেষ সময় ৩টা ৩৮ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৫১ মিনিট।
সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের তিন মিনিট আগে ধরা হয়েছে। ফজরের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের তিন মিনিট পর রাখা হয়েছে। সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ছয় মিনিট পর ফজরের আজান দেয়া হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে তিন মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সেহরি ও ইফতারের এই সময়সূচি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য।
খবর২৪ঘণ্টা.কম/নজ