1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জি এম কাদেরকে উত্তরাধিকারও ফেরত দিলেন এরশাদ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

জি এম কাদেরকে উত্তরাধিকারও ফেরত দিলেন এরশাদ

  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যানের পদ ফিরিয়ে দেওয়ার পর এবার তাঁকে দলে নিজের উত্তরসূরি বা তাঁর অবর্তমানে জাপার চেয়ারম্যানের দায়িত্বও ফেরত দিয়েছেন এইচ এম এরশাদ। গতকাল শনিবার ‘সাংগঠনিক নির্দেশে’ এই ঘোষণা দেন এরশাদ।

দলীয় সূত্র জানায়, এই নির্দেশ যাতে আর পরিবর্তন না হয়, সে জন্য জাপার একদল নেতা-কর্মী গতকাল দুপুর থেকে বারিধারায় জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের বাসভবনের সামনে অবস্থান নেন। রংপুর থেকে আসা দলের একজন কর্মী প্রথম আলোকে বলেন, জি এম কাদেরের বিপক্ষের কোনো নেতা যাতে এরশাদকে দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করাতে না পারেন, সে জন্য তাঁরা পাহারায় আছেন।

এরশাদ গতকাল সাংগঠনিক নির্দেশে বলেন, ‘আমি আবারও জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিতে চাই যে আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অত্র সাংগঠনিক নির্দেশ দ্বারা পুনর্বহাল করলাম।’ এরশাদ উল্লেখ করেন, গত ২২ মার্চ তিনি যে সাংগঠনিক নির্দেশ জারি করেছিলেন, তা এই সাংগঠনিক নির্দেশ দ্বারা বাতিল ঘোষণা করেছেন। সুত্র: প্রথম আলো

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST