সংবাদ বিজ্ঞপ্তি : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পরিবারের সদস্যবৃন্দ। এছাড়া মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, রাসিকের কাউন্সিলর-কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, পরম আরাধ্য ব্যক্তি মা। মা সন্তানের সুখের জন্য অনেক ত্যাগতীতিক্ষা করে থাকেন। আমার বাবা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সকল চড়ায় উৎরায়ে মা ছিলেন আজীবন সঙ্গী। রাজনৈতিক জীবনের সকল কর্মকাÐে পরামর্শ প্রদান করেছেন।
মরহুমা জাহানারা জামানের কবরে পুষ্পস্তবক অর্পর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরবৃন্দ, মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর কৃষক লীগ, মহানগর তাতীঁ লীগ, মহানগর মহিলা যুবলীগ, মহানগর জাতীয় শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, মহানগর ছাত্রলীগ, রাবি ছাত্রলীগ, রুয়েট ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজশাহী ওয়াসা‘র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মতিহার থানা আওয়ামী লীগ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগসহ ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা।
উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মাহ্ফুজুল আলম লোটন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, প্রচার সম্পাদক দীলিপ কুমার ঘোষ, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বন ও পরিবেশ সম্পাদক রবিউল আলম রবি, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজীব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য জহির উদ্দিন তেতু, শামসুজ্জামান আওয়াল, এনামুল হক কলিন্স, মুশফিকুর রহমান হাসনাত, আশরাফ উদ্দিন খান, অ্যাড. শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চাঁদ, ইউনুস আলী, খায়রুল বাশার শাহীন, মোখলেশুর রহমান কচি, অ্যাড. রাশেদ-উন-নবী আহসান, কে.এম জুয়েল জামান, আশীষ তরু দে সরকার অর্পণ, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু ।
এস/আর