1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

গাজীপুর সিটি করপোরেশেনের সাময়িক বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার (২৮ নভেম্বর ) ১০০ কোটি টাকার একটি মানহানির মামলা হয়েছে।

গাজীপুর মহানগরের নলজানি এলাকার বাসিন্দা মো. আতিক মাহমুদ (চেয়ারম্যান, আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ) বাদী হয়ে মামলা করেছেন।

রোববার (২৮ নভেম্বর) বিকেলে আদালতে মামলাটি করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের গাজীপুর জেলা জজ আদালতের আইজীবী মো. নুরনবী সরদার।
তিনি জানান, আদালতের বিচারক রোববার মামলা আমলে নিয়ে গাজীপুর সদর থানা পুলিশকে তদন্ত করে আগামী ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, গাজীপুর মহানগরের কানাইয়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হলেও আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল নন। গত ১৩ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করা একটি অডিও রেকর্ড ফাঁস হয়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এবং বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

এতে বাংলাদেশ, বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ন হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। এতে বাদী জাতির অপমান সহ্য করতে না পেরে সম্মানহানি হিসেবে ১০০ কোটি টাকার মামলা করতে বাধ্য হন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST