লালপুর প্রতিনিধিঃ জাতীয়করণের দাবিতে নাটোরের লালপুর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে কর্ম বিরতি পালন করছে বেসরকারী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাংলাদেশ শিক্ষক সমিতি, লালপুর উপজেলা শাখার আহবানে এ কর্ম বিরতি পালিত হচ্ছে। সমিতির সভাপতি গৌরীপুর স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ হযরত আলী জানান, সারা দেশের ন্যায় লালপুর উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে আগামী ২৮ জানুয়ারী পর্যন্ত কর্ম বিরতি পালন করা হবে। পাশা পাশি খুব শিঘ্রই শিক্ষকদের ঢাকার প্রেসক্লাবের সামনে অনশনে যোগ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ