বিনোদন,ডেস্ক: সরোদে জাতীয় সঙ্গীতের সুর বেঁধে সারা জাগাচ্ছেন বাঙালি কন্যা। মেয়ে জন্মসূত্রে মুম্বইবাসী। কিন্তু বাবার বাড়ির সূত্রে যোগ মহানগরের সঙ্গে। সেই সূত্রেই গান গেয়ে ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়ায়। সুরের সূত্রে কলকাতার কন্যে শাওন এবার বানিয়ে ফেলেছেন জাতীয় সঙ্গীত। যা ইতিমধ্যেই হিট।
বাংলায় লেখা পড়ার অভ্যাস নেই বললেই চলে। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যোগ নেই। হেমন্ত মান্নার বাংলা গান বিশেষ শোনা হয়ে ওঠে না। বিবাহসূত্রে দক্ষিণ ভারতীয়। কিন্তু তাঁর গাওয়া ও সুর করা বাংলা রেসিপিতে মত্ত নেটিজেন। এক ক্লিকেই শাওন দত্ত প্রবেশ করে ফেলেছেন বাঙালির হেঁশেলে। বাঙালিকে গানের সুরে শিখিয়েছেন মাছের ঝোল থেকে শুরু করে আলু পোস্ত রান্না। তবে এই হেঁশেল যাত্রার অনেক আগেই শুরু হয়েছিল সুরের যাত্রা। সেই সুর বেঁধেই হাত দেওয়া জাতীয় সঙ্গীতের সুরের উপস্থাপনা ও ব্যবস্থাপনা। সুরের সরোদের সঙ্গত উস্তাদ আমজাদ আলি খাঁয়ের দুই পুত্র উস্তাদ অমন আলি বঙ্গশ ও উস্তাদ আয়ান আলি বঙ্গশ। উস্তাদ আমজাদ আলি নিজেও বাজিয়েছেন জাতীয় সঙ্গীতে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন