নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে জাতীয় শোক দিবস ও ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
আরএমপি পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, ডিসি (বোয়ালিয়া) মোঃ আমির জাফর, ডিসি (শাহমখদুম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, ডিসি (কাশিয়াডাঙ্গা) মোঃ জয়নুল আবেদীন, ডিসি (ট্রাফিক) অনির্বান চাকমা, ডিসি (এস্টেট) মোঃ সাইফউদ্দিন শাহিন,
ডিসি (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও থানার অফিসার ইনচার্জগণ। ১৫ আগষ্ট মহানগরীতে যেন শান্তিপূর্ণ পরিবেশে এবং নিরাপদে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয় সে বিষয়ে পুলিশ কমিশনার নিরাপত্তা বিষয়ক দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কুরবানী পশুর হাটগুলোর প্রতি সর্তক দৃষ্টি ও নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া হাট সংলগ্ন এলাকাগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনার জোরদার করার জন্য আরএমপি’র ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে