নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে রক্তদান কর্মসূচী হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ লাইন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে এসপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জেলা পুলিশের পক্ষ থেকে রক্তদান কর্মসূচী করা হয়েছে। যে সকল পুলিশ সদস্য রক্তদান করবেন সবাইকে অভিনন্দন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরণ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশপাশি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
এ কর্মসূচী ২২ জন পুলিশ সদস্য রক্তদান করেন। কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, রাজশাহী জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ আলী, সিনিয়র এএসপি সদর আব্দুর রাজ্জাক খান, এএসপি রায়হান ইবনে রহমান কাজলসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। যেসব পুলিশ সদস্য রক্তদান করেন এসপি প্রত্যেককে রজনিগন্ধা উপহার দেন।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।