পুঠিয়া প্রতিনিধি : ‘দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ আনবে টেকসই উন্নয়ন’ শ্লেগানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলায় রালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল সাড়ে ৯ টায় পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। সেখানে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা আবৃতি প্রতিযোগীতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া ফায়ারসার্ভিসের পুরো ইউনিট, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, কৃষি অফিসার মুঞ্জর রহমান, পুঠিয়া গার্লসস্কুল সহকারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু, পুঠিয়া পিএন মডেল উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবুল হোসেন প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ