খবর২৪ঘন্টা ডেস্কঃ
আগামী ২৩ অক্টোবর সিলেটে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, আগামী ২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঐক্যফ্রন্টের সভায় সিলেটে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতেও বিএনপি চেয়াপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে এবং ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। সিলেটের সমাবেশের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট রাজপথে তাদের যাত্রা শুরু করবে।
খবর২৪ঘন্টা / সিহাব