নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৬ই জুলাই জাতীয় শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদসহ বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দদের নিয়ে ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ কমিটির জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো: নুর ইসলাম উপস্থিত থেকে সকলের মতামতের ভিত্তিতে ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কমিটি আগামী ৩০ দিনের জন্য সময় বেঁধে দেন। তারই ধারাবাহিকতায় বুধবার (১৪ আগষ্ট) বেলা ১১টার দিকে সংস্থার নিজস্ব কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার বর্তমান চেয়ারম্যান লায়ন মো: নুর ইসলাম, মহাসচিব মাসুদুর রহমান দিপু ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলামকে পূর্ণাঙ্গ কমিটিতে বহাল রেখে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় ।
কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে রেজাউল হাবিব রেজা ও প্রবীণ সাংবাদিক এডভোকেট আলতাফ হোসেন, এবিএম সোবহান হাওলাদার, এস এম দুলাল, মো: খাইরুল ইসলাম, সৈয়দ ওমর ফারুক, মো: সাইফুল ইসলাম, যুগ্ন-মহাসচিব মো: হেলাল উদ্দিন হিলু, মোঃ মনির হোসেন, মো. নজরুল ইসলাম (জুলু) মোঃ হাসান আলী, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান ও মোঃ হান্নান শাহ্কে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এবং পূর্বের কিছু পদে রদবদল করা হয়। যা সংগঠনকে আরো বেশি গতিশীল করে তুলবে বলে মনে করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লাইন মো: নূর ইসলাম।
এসময় তিনি বলেন, দেশের সবচাইতে পুরাতন সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা। এই সংস্থার সুনাম অক্ষুন্ন রাখার জন্য যারা পদোন্নতি পেয়েছেন তারা অবশ্যই নিজেদের মেধা শক্তি দিয়ে সংগঠনকে আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এটাই আমার প্রত্যাশা। পরে কেন্দ্রীয় কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন।
বিএ…