1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জাতীয় পর্যায়ে ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব অর্জন - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

জাতীয় পর্যায়ে ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব অর্জন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ মারচ, ২০২৩

‘ঝরে পড়া শিক্ষার্থীদের হার উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছে এমন বিদ্যালয়’ ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

রোববার এমন সাফল্য জানার পর অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ সহ সকল শিক্ষার্থীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়। পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে অবস্থিত এই বিদ্যালয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা খাতুন বলেন, ২০১০ সালে এই বিদ্যালয়ে যোগদান করেন তিনি। তখন বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ছিল না। সকল শ্রেণির শিক্ষার্থীর জন্য একটি টিনের ঘর ছিল। তিনশতের উপরে শিক্ষার্থীর জন্য একটি শৌচাগার ছিল। নানা চেষ্টায় এখন শ্রেণিকক্ষ বেড়েছে। তবে বিদ্যালয়টি এখনো পাকা ভবন নাই।

তিনি আরও জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ ক্লাস নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন রকম বিনোদন ও শৃঙ্খলার ব্যবস্থা করা হয়েছে এখানে। সুন্দর মমতাময়ী ব্যবহারও করা হয় ছোট্ট সোনামণিদের সাথে। একারণে বিদ্যালয়ে ভর্তির পর কোনো শিক্ষার্থী ঝরে যায় না। এই সাফল্যের জন্য আগামী ১২ মার্চ ঢাকা ওসমানী মিলনায়তনে এ্যাওয়ার্ড দেওয়া হবে আমাদের।

পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, এই ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন সত্যিকার অর্থে একটি চ্যালেঞ্জ। ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST