1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রের পদত্যাগ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রের পদত্যাগ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা, ডেস্ক: ‘নোংরামি এবং রাজনৈতিক পক্ষপাতের’ অভিযোগ এনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে পদত্যাগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কাউন্সিল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

মাইক পম্পেও মানবাধিকার কাউন্সিলকে ‘মানবাধিকারের দুর্বল রক্ষক’ হিসেবে আখ্যা দিয়েছেন। আর নিকি হ্যালির দাবি, ‘কপট এবং স্বার্থপরায়ণ’ সংস্থাটির আচরণে মানবাধিকার প্রহসনে পরিণত হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে ‘চরম ইসরায়েল-বিরোধী’ উল্লেখ করে গত বছরই সংস্থাটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছিলেন হ্যালি। একই সঙ্গে সংস্থাটির সদস্যপদের বিষয়টি যুক্তরাষ্ট্র মূল্যায়ন করছে বলেও জানিয়েছিলেন তিনি।

২০০৬ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গঠিত হয়। জেনেভাভিত্তিক এই কাউন্সিলের লক্ষ্য বিশ্বজুড়ে মানবাধিকার সমুন্নত ও সুরক্ষা।

অধিকারকর্মীরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও তা সমুন্নত রাখার তৎপরতাকে ব্যাহত করতে পারে।

এদিকে, এই কাউন্সিলে যুক্তরাষ্ট্রের থাকার বিষয়টিকে অধিকতর শ্রেয় বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মার্কিন ঘোষণার পর এক বিবৃতিতে একথা বলেন জাতিসংঘ মহাসচিব।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ‘হতাশাব্যঞ্জক’ বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন।

তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছে ইসরায়েল।

খবর২৪ঘণ্টা,কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST