1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জাকার্তায় ভয়াবহ বন্যায় নিহত ১৬ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

জাকার্তায় ভয়াবহ বন্যায় নিহত ১৬

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বন্যার কারণে শহর থেকে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে গেছে আরো হাজার হাজার মানুষ।

বুধবার জাকার্তার বাসিন্দারা যখন পটকা আর আতশবাজি ফুটিয়ে নতুন বছর উদযাপনে মগ্ন ছিলো তখনই শুরু হয় মুষলধারে বৃষ্টি। আকস্মিক বৃষ্টির ফলে গোটা শহর বন্যায় প্লবিত হয়। শহরের কোনো কোনো এলাকায় ১০ ফুটের মতো পানি জমেছে।

রানওয়েতে বৃষ্টির পানি প্রবেশ করায় শহরের আভ্যন্তরীণ বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। ফলে সেখানে আটকা পড়েছেন ২০ হাজারের বেশি যাত্রী। বন্যার জলে সড়কগুলো প্লাবিত হওয়া যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের রেলওয়ে ব্যবস্থাও। জলমগ্ন হয়েছে রাজধানীর বিভিন্ন ঘরবাড়ি ও ভবনও।

বন্যায় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে অনেক স্থানে বন্ধ করে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। ফলে পানি ও বিদ্যুৎ সঙ্কটে পড়েছে রাজধানীবাসী।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আগুস উইরোউ জানান, মৌসুমি বৃষ্টিপাত ও নদীর পানি বেড়ে যাওয়ার কারণে রাজধানীর আশপাশের কমপক্ষে ৯০টি এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। ভূমিধস হয়েছে রাজধানীর বাইরের কোতা দেপক শহরেও।

আকস্মিক বন্যায় জাকার্তা ও আশপাশের এলাকায় কমপক্ষে ১৬ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। নিহতদের মধ্যে আটজনই জাকার্তার বাসিন্দা।

সংস্থার মুখপাত্র আগুস উইরোউ আরো জানান, নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী একজন স্কুলছাত্র রয়েছে। সে মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। বন্যার কারণে অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন আরো ১৯ হাজারের মতো মানুষ।

টেলিভিশন ফুটেজ এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, রাস্তায় কাদার মধ্যে আটকা পড়ে আছে কয়েক ডজন গাড়ি। রাবার বোটে করে বন্যার্তদের উদ্ধার করছেন সেনা ও উদ্ধারকর্মীরা। বন্যার কারণে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন জাকার্তার বহু মানুষ। সেখান থেকে শিশু ও বয়স্কদের বের করে আনতে গলদঘর্ম হচ্ছেন উদ্ধারকর্মীরা।

বন্যা দুর্গতদের উদ্ধারে মোতায়েন করা হয়েছে ১ লাখ ২০ হাজারের মতো উদ্ধারকর্মী। তারা ইতিমধ্যে রাজধানী জাকার্তা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছেন। কর্তৃপক্ষ শহরের লোকজনকে সতর্ক করে দিয়ে বলছেন, গোটা বর্ষা মৌসুম জুড়ে জাকার্তা বন্যা চলতে পারে। দেশটিতে বর্ষা মৌসুম শেষ হবে আগামী এপ্রিলে।

প্রসঙ্গত, জাকার্তার লোকসংখ্যার ধারণ ক্ষমতা ১ কোটি। কিন্তু সেখানে বসবাস করছেন ৩ কোটির মতো মানুষ।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team