1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেজোসের হাজার কোটি ডলার - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বেজোসের হাজার কোটি ডলার

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্ুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১০ বিলিয়ন মার্কিন ডলার দান করার ঘোষণা দিয়েছেন। তেরো হাজার কোটি ডলারের সম্পত্তি নিয়ে তিনি এখন বিশ্বের শীর্ষ ধনকুবের। যে পরিমাণ অর্থ দান করার ঘোষণা তিনি দিয়েছেন, তা তার মোট সম্পত্তির ৮ শতাংশ।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে বেজোস লিখেছেন, ‘জলবায়ু পরিবর্তন আমাদের এই গ্রহের জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা যে গ্রহে (পৃথিবী) সকলে মিলে বাস করছি, সেখানে জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাবের বিরুদ্ধে লড়তে জানা এবং অজানা সব উপায়েই কাজ করতে চাই আমি।’

তবে কার্বন নিঃসরণের জন্য খোদ অ্যামাজন বেশ সমালোচিত। বিশ্বের অন্যতম বৃহৎ এই ই-কমার্স জায়ান্ট বছরে হাজার কোটির বেশি পণ্য সরবরাহ করে। কোম্পানিটির এই পণ্য সরবরাহে যানবাহনের ব্যাপক ব্যবহার ছাড়াও তাদের মাধ্যমে ব্যাপকহারে কার্বন নিঃসরিত হয়। গবেষণাও বলছে, জলবায়ু পরিবর্তনে অ্যামাজনও অনেকটা দায়ী।

বিশ্বের শীর্ষ ধনীদের দাতব্য কাজে কোটি কোটি ডলার দান করার তালিকায় এবার নাম লেখালেন জেফ বেজোস। তার দানকৃত অর্থে গঠিত এই তহবিল বৈশ্বিক উষ্ণতা রোধে কাজ করবে। তহবিলটির নাম দেয়া হয়েছে ‘দ্য বেজোস আর্থ ফান্ড’। চলতি বছরের গ্রীষ্ম থেকে প্রথমবারের মতো এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

বেজোস বলেন, ‘বেজোস আর্থ ফান্ড চালু করার ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। এই অর্থ বড় এবং ছোট কোম্পানি, বিভিন্ন রাষ্ট্র, বৈশ্বিক সংগঠন, বিজ্ঞানী, অধিকারকর্মীসহ অন্যান্য গোষ্ঠীগুলোর কাজের জন্য ব্যয় করা হবে।’ এর আগে ২০১৮ সালে গৃহহীন মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২০০ কোটি ডলারের তহবিল দেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST