1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জনগণের প্রতি আমার আস্থা আছে: রবিউল - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

জনগণের প্রতি আমার আস্থা আছে: রবিউল

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মারচ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জনমতের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ দেয়া হলে ধানের শীষের বিজয়ের ব্যাপারে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনের বিএনপি মনোনিত প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, এই এলাকার সঙ্গে আমার আত্মীক সম্পর্ক। এখানকার মানুষের প্রতি আমার আস্থা আছে।

শনিবার বেলা ১১টার দিকে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রবিউল আলম বলেন, নির্বাচনে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। দেশের সকল জনগণ তার সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার চায়। তার জন্যই বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে, আন্দোলন সংগ্রাম করছে এবং নির্বাচনে থাকছে।

ঢাকা-১০ আসনের জনগণের কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে রবিউল বলেন, এ এলাকার জনগণের সঙ্গে আমার ২৮ বছরের সম্পর্ক। আমি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বেরিয়ে এ এলাকার রুট লেভেলে রাজনীতি করছি। তাদের সঙ্গে আমার আত্মীক সর্ম্পক। সকলে আমাকে চেনেন, জানেন। এদের সঙ্গে নাড়ির সম্পর্ক। তাদের প্রতি আমার আস্থা আছে। তাদের প্রতিনিধি হিসেবে আমাকে দেখতে চায়। এই দেখার সুযোগ সরকার গ্রহণ করবে কিনা এটি হলো প্রশ্ন। সরকার যদি জনমতের ভিত্তিতে ভোটাধিকারের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ দেয় তাহলে ধানের শীষের বিজয়ের ব্যাপারে কোনো শঙ্কা নাই।

ধানের শীষের এই প্রার্থী বলেন, আওয়ামী লীগ জনবিছিন্ন দল। আমার আসনে আরও বেশি জনবিছিন্ন। এদের কাছ থেকে মানুষ কিছি আশা করে না। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শীষকে বিজয়ী করবে। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণকে সোচ্চার করছি। জনগণের অনিহা রয়েছে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার প্রতি। ক্ষোভ রয়েছে, অনাস্থা রয়েছে। সেটি তারা নির্বাচনে রায়ের মাধ্যমে প্রকাশ করবে। তবে জনগণের মাঝে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রয়েছে। আমি তাদের অভয় দিচ্ছি, সাহস জোগাচ্ছি।

এ সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ সভাপতি নবী উল্লাহ নবী, ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST