1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
জনগণের আস্থা অর্জন করেছে র‌্যাব: প্রধানমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

জনগণের আস্থা অর্জন করেছে র‌্যাব: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমন করে র‌্যাব জনগণের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছে। জঙ্গিরা নাশকতায় জড়িত থেকে দেশে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছিল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও র‌্যাব কঠোর হস্তে তা দমন করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। র‌্যাব ফোর্সেসের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার সময় অনেকেই মনে করেছিল বাংলাদেশ এর সমাধান করতে পারবে না। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে জঙ্গি নির্মূল করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে তিনি আরো বলেন, ইসলাম ধর্মের নাম নিয়ে একটি চক্র কিছু মানুষকে বিভ্রান্ত করছে।  বিত্তবানও এতে জড়িয়ে পড়ছে। তাদের বোঝানো হচ্ছে, মানুষ হত্যা করতে পারলে বেহেশতে যাবে। জাতির জন্য এটি একটি দুর্ভাগ্য।

র‌্যাবের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের সঙ্গে এখন মাদকদ্রব্যও বাংলাদেশের একটি বড় সমস্যা। মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতোমধ্যে অনেক সফলতা অর্জন করেছে র‌্যাব।

শেখ হাসিনা বলেন, আমরা চাই বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকতে। বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করতে। মানুষ যেন অশিক্ষিত, বেকার, অন্ধকারে না থাকে সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

আত্মসমর্পণকারী জলদস্যুদের জীবন-জীবিকা নিশ্চিত করার কথা বলে প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। তারা যাতে সম্মান নিয়ে বাঁচতে পারে সেদিকে নজর রাখতে হবে।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST