খবর ২৪ঘণ্টা বিনোদন ডেস্ক: ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির সঙ্গে তার বান্ধবী শ্লোক মেহতার বাগদানের অনুষ্ঠান ছিল ২৮ জুন, বৃহস্পতিবার। মুম্বাইয়ের মুকেশ বাড়ির জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় বলিউডের জনপ্রিয় তারকাদেরও। সেখানে নাচ দেখিয়ে সবাইকে চমকে দেন আকাশের ৫৪ বছর বয়সী মা ও রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নিতা আম্বানি।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার লাল শাড়ি পরে অনুষ্ঠানের মঞ্চে ভরতনাট্যম ঘরানার নাচ দেখান নিতা। তার নাচ দেখে আমন্ত্রিত অতিথিরা প্রশংসাবাক্য জুড়ে দেন। গানের তালে নিতা আম্বানির নাচের ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
নাচের ভিডিওটির পাশাপাশি আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়তে দেখা যায়। সেই ভিডিওটিতে দেখা যায়, নিতা আম্বানির মেয়ে ইশা আম্বানি বরণ করে নিচ্ছে আকাশ আম্বানির হবু স্ত্রী শ্লোক মেহতাকে। আর ইশাকে পা ছুঁয়ে প্রণাম করছেন শ্লোক।
খবর ২৪ঘণ্টা/ নই