1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ছুটির সকালে নস্ট্যালজিয়ায় মজলেন হৃতিক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

ছুটির সকালে নস্ট্যালজিয়ায় মজলেন হৃতিক

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: তিনি যে অসম্ভব ভালো ডান্সার, এ বিষয়ে কারও সংশয় নেই৷ তাঁর ডান্সিংয়ের অন্ধ ভক্ত বলিউডের নয়া অভিনেতারাও৷ যেমন টাইগার শ্রফ, দিশা পাটানি, বরুণ ধাওয়ান৷ তিনি হলেন সুপাস্টার হৃতিক রোশন৷ তাঁর এই প্রতিভা খুব কম বয়সেই নজরে এসেছিল পরিবারের৷ তেমন এক ঘটনা নিয়ে নস্ট্যালজিয়ায় মজলেন ডুগ্গু৷

সম্প্রতি হৃতিক একটি পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন৷ যেখানে ছোট্ট ডুগ্গু ডান্সিং পোজে দেখা যাচ্ছে এবং বাবা রাকেশ রোশ এবং পিঙ্কি রোশন তাঁকে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন৷

ছবিটি আপলোড করে পোস্টে লিখেছেন, “১৯৮২, সবেমাত্র মাইকেল জ্যাকসনের থ্রিলার রিলিজ করেছে৷ সেই সময় আমি মাত্র ৮ বছর বয়সে একটি হাউস পার্টিতে পাগলের মতো ডান্স করতে থাকি৷ তবে আমার বাবা মা বলেন আমি নাকি হুবহু জ্যাকসনের মতো নেচেছিলাম৷”

ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ নায়ক আপাতত ব্যস্ত তাঁর আপকামিং সিনেমা ‘সুপার ৩০’-এর শ্যুটিং নিয়ে৷ ছবিতে গনিতজ্ঞ আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করবেন তিনি৷ বিকাশ বেহেল পরিচালিত এই সিনেমাটির জন্য রীতিমতো নিজের ভোল বদলে ফেলেছেন নায়ক৷ ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর৷ ‘সুপার ৩০’ মুক্তি পাবে ২০১৯-এ৷

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST