1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ছাত্রদলের সভাপতি খোকন, সম্পাদক শ্যামল - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

ছাত্রদলের সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৯ সেপটেম্বর, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ছাত্রদলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন ইকবাল হোসেন শ্যামল।

বৃহস্পতিবার ভোররাত ৫টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

সভাপতি পদে ফজলুর রহমান খোকন ১৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনুকুল ইসলাম শ্রাবন ভোট পান ১৭৮টি। সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন শ্যামল ভোট পান ১৩৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির ভোট পান ৭৬টি।

এর আগে নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে বিদ্যুত না থাকায় ভোট গ্রহণের স্থান পরিবর্তন করা হয়। পরে বুধবার রাত পৌনে ৯টায় রাজধানীর শাহাজানপুরে মির্জা আব্বাসের বাসায় ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয় যা চলে রাত ১২টা ২০ পর্যন্ত।

ছাত্রদলের নেতৃত্ব দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে নির্ধারিত হলো। সর্বশেষ ১৯৯২ সালের ভোটে রুহুল কবির রিজভী সভাপতি ও এম ইলিয়াস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST