রাজশাহী মহানগরীতে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী হলো মৃত এমানি শেখের ছেলে জুয়েল শেখ (৫৫)
রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানাধীন হড় গ্রাম পূর্ব পাড়া রেললাইনের এলাকায় গত ১৩ অক্টোবর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেশী তৈরী মাদক উদ্ধার করেন।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেএন