খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: শেষ সময়ে ব্রাভোর ঝড়ো ব্যাটিংয়ে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে জয় পেয়েছে চেন্নাই। তবে ব্যাটিং-বোলিংয়ে প্রতিপক্ষ শিবিরকে খুব বেশি ভোগাতে পারেনি দলটি। তাই দুই বিভাগকে আরও শক্তিশালী করতে এবার ইংলিশ তারকা অলরাউন্ডার ডেভিড উইলিকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
উইলির বর্তমান কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাব কর্তৃপক্ষ টুইটে লেখেন, ‘চেন্নাই সুপার কিংসের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন ডেভিড উইলি।’
টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার। আর প্রথম ম্যাচে দলকে জেতানো কেদার যাদবও চোটের কারণে ছিটকে যান। তাই বদলি খেলোয়াড় হিসেবে উইলিকে দলে ভেড়াল চেন্নাই।
এদিকে উইলির চেন্নাইয়ে যোগ দেয়া নিয়ে অনেকটা হতাশ তার বর্তমান দল ইয়র্কশায়ার। কয়েকদিন আগে রাবাদার পরিবর্তে দিল্লিতে যোগ দিয়েছেন ক্লাবটির তারকা বোলার প্ল্যাঙ্কেট। এবার উইলিকেও হারাল দলটি। ক্লাবটির ডিরেক্টর অব ক্রিকেট মার্টিন মক্সন জানান, উইলির এই পরিবর্তনটি আমাদের সমস্যায় ফেলে দিচ্ছে।
উল্লেখ্য, উইলি এখন পর্যন্ত ১৪৭ টি-টোয়েন্টি ম্যাচে ২ হাজার ৯৭ রান করেছেন। সাত হাফ সেঞ্চুরির সঙ্গে দুই সেঞ্চুরি আছে অলরাউন্ডারের। আর বল হাতে নিয়েছেন ১৪৩ উইকেট।
খবর২৪ঘণ্টা.কম/নজ