খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর সেখানে আটকে পড়াদের মধ্যে আজ চেন্নাই থেকে আরও ১৬৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম বলেন, ‘চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে আজ ১৬৪ জন বাংলাদেশি দেশে ফিরবেন। চেন্নাই থেকে ফ্লাইটি পোনে ১২টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে। বিকাল সাড়ে তিনটায় ফ্লাইটি বাংলাদেশি নাগরিকদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
করোনায় ভারতে আটকা পড়াদের মধ্যে চেন্নাই থেকে এ নিয়ে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। আগের চারটি ফ্লাইটে ৬৬৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়েছে ইউএস-বাংলা। এদের মধ্যে ১০জন শিশুও রয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। এতে দেশটির বিভিন্ন শহরে আটকা পড়েন দুই হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক। গত ২০ এপ্রিল প্রথম ভারতের চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসে করে ১৬৪ জন দেশে ফেরেন।
পরদিন ২১ এপ্রিল একই এয়ারলাইনসের একটি পাঁচ শিশুসহ ১৬৪ বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন। গত ২২ এপ্রিল একই জায়গা থেকে আরও ১৬৪ বাংলাদেশি দেশে ফিরে আসেন। সর্বশেষ গতকাল ২৪ এপ্রিল পাঁচ শিশুসহ ১৬৯জন নাগরিক দেশে ফিরেছেন।
করোনাভাইরাস ঠেকাতে ভারতের লকডাউন ব্যবস্থা গত ১৪ এপ্রিল দ্বিতীয় দফায় আরও নয়দিন অর্থাৎ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে ইউএস-বাংলার প্রথম ফ্লাইটে চেন্নাই থেকে বাংলাদেশি নারিকদের দেশে ফেরানোর বিষয়ে নয়াদিল্লির ঢাকাস্থ মিশনের বার্তায় জানানো হয়, তামিলনাড়ু ও কর্নাটকে আটকে থাকা অসুস্থ ও প্রবীণদের আকাশপথে দেশে ফেরার জন্য অনুমোদন পাওয়া গেছে ও তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি সব রাজ্য থেকে প্রত্যাবর্তনে আগ্রহীদের দেশে ফেরানোর জন্য দূতাবাস সার্বক্ষণিকভাবে কাজ করছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।