খবর২৪ঘণ্টা,আন্তর্জাতিক ডেস্ক: চীনের একটি রাসায়নিক কারখানার পাশে বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন। বুধবার ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে এ বিস্ফোরন ঘটে। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও ফুটেজে ঝাংজিয়াকু শহরের ওই বিস্ফোরনস্থলে এখনো কালো ধুয়া ও আগুন জ্বলতে দেখা যায়। সেখানে কয়েক সাড়ি জ্বলন্ত গাড়ি ও মালবাহী ট্রাকও দেখা যায়। স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা শিনহুয়াকে জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৫০টি যানবাহন পুড়ে গেছে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানিয়েছে সংস্থাটি।
ঝাংজিয়াকু শহরের হেবেই শেংহুয়া ক্যামিকেল ইন্ডাস্ট্রির কাছে ভয়াবহ এই বিস্ফোরনটি ঘটে। শহরটি রাজধানী বেইজিং থেকে ১৫৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এখানেই ২০২২ সালের শীতকালীন অলি¤িপক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।